Parts of Speech কি বা কাকে বলে? ( What is parts of speech?)
( Parts of Speech কি ) ইংরেজি Sentence এর অন্য নাম
হল
Speech. কাজেই
শাব্দিক অর্থে
Parts of Speech
হচ্ছে
বাক্যের অংশসমূহ। কিন্তু
ব্যাকরণের ভাষায়
এর
নাম
হলো
পদ।
একটি
sentence এ
যে
সব
word ব্যবহৃত হয়,
সেগুলোর প্রত্যেকটিকে এক
একটি
parts of Speech বলে।
(The Different kinds of words used
in a senence are called parts of speech.) parts of speech-কে Word classes ও বলা হয়।
Example
- Mina is a good girl.
উপরের
sentence Mina, is, a, good, girl, এই পাঁচটি
word রয়েছে
।
এগুলোর
প্রত্যেকটি এক
একটি
parts of speech .
Kinds
of parts of speech ( parts of speech কি)
ইংরেজিতে parts of speech আট প্রকার। যেমন-
- Noun-
- Pronoun
- Adjective
- Verb-
- Adverb-
- Preposition
- Conjunction-
- Interjection-
NOUN
কাকে বলে? ( What is Noun?)
যে
Word দ্বার
কোন
কিছুর
নাম
বুঝায়,
তাকে
Noun বা
বিশেষ্য বলে।
Noun শুধু
ব্যক্তি, বস্তু
বা
স্থানের নামই
নয়,
দোষ-গুণ, অবস্থাবাচক বা
ভাববাচক নামও
হতে
পারে।
Noun কে
Naming Word বলে।
Some Examples
- ব্যক্তির
নাম: Man, Manik, Karim, Rahim, Mina
- বস্তুর নাম:
Book, Pen, Chair, Table
- স্থানের নাম:
Country, Dhaka, Comilla
- প্রানীর নাম:
Cow, Goat, Dog, Tiger
- গুণের নাম:
Honesty, Kindness, Forgiveness
PRONOUN
কাকে বলে? ( What is Pronoun?)
pro অর্থ পরিবর্তে। Pronoun অর্থ Noun এর
পরিবর্তে ।
যে
শব্দ
noun এর
পরিবর্তে বসে,
তাকে
pronoun বা
সর্বনাম বলে।
pronoun কে
Substituting word ও
বলা
হয়।
( A pronoun is a word which is used instead of a Noun) যেমন-
- Mahin si a good boy.
- He goes to school regularly.
- Sahin is his brother.
- Some Examples
Pronoun |
অর্থ |
I |
আমি |
Me |
আমাকে |
My |
আমার |
We |
আমরা |
Us |
আমাদেরকে |
Our |
আমাদের |
You |
তুমি |
Your |
তুমার |
He/she |
সে |
Him |
তাকে
(পুং) |
Her |
তাকে
( স্ত্রী ) |
His |
তার
(পুং
) |
Her |
তার
( স্ত্রী ) |
Who |
যে,
যারা,
যিনি |
Whom |
যার,
যাদের |
Them |
তাহাদিগকে |
Whom |
যাকে,
যাহাদিগকে |
Parts of Speech কি
ADJECTIVE
কাকে বলে? ( What is adjective?)
যে
Word কোন
Noun বা
Pronoun সম্পর্কে কিছু
বর্ণনা
করে
অর্থাৎ
Noun বা
Pronoun এর
দোষ,
গুন,
অবস্থা,
সংখ্যা,
পরিমাণ
ইত্যাদি বুঝায়,
তাকে
Adjective বা
বিশেষণ
বলে।
যেমন:-
- Mina is good girl.
- He gave me five books
- Salam is a bad boy.
- There is a little water.
Some Example:
Adjective: |
অর্থ |
Good |
ভাল |
Hot |
গরম |
Large |
বড় |
Long |
লম্বা |
Hard |
শক্ত |
New |
নতুন |
Fat |
মোটা |
Bad |
মন্দ |
Cold |
ঠান্ডা |
Small |
ছোট |
Short |
খাটো |
Soft |
নরম,
কোমল |
Old |
পুরাতন |
Learn |
রোগা |
Parts of Speech কি
VERB:
কাকে বলে? (What is verb?)
যে
Word দ্বার
কোন
কাজ
করা
বা
হওয়া
বুঝায়,
তাকে
verb বা
ক্রিয়া বলে।
verb কে
doing word –ও
বলা
হয়।
( A word that shows an action is calldes a verb) যেমন:-
- I go to school.
- We eat rice.
- He reads a book.
- They play football.
- Mina is a girl.
Some Examples:
Verb |
অর্থ |
Buy |
কেনা |
Beat |
মারা |
Cook |
রান্না করা |
Come |
আসা |
Cry |
কাঁদা |
Do |
করা |
Dance |
নাচা |
Eat |
খাওয়া |
Go |
যাওয়া |
Get |
পাওয়া |
Bring |
আনা |
Bite |
কামড়ানো |
Care |
যত্ন
নেওয়া |
Call |
ডাকা |
Climb |
আরোহন করা |
Dig |
খনন
করা |
Dig |
খনন
করা |
Drink |
পান
করা |
Fight |
যুদ্ধ করা |
Give |
দেয়া |
Forbid |
নিষেধ করা |
Parts of Speech কি
ADVERB
কাকে বলে? (What is adverb?)
যে
Word, Noun ও
pronoun ছাড়া
অন্যান্য parts of speech –এর অর্থ
বিশেষ
ভাবে
প্রকাশ
করে,
তাকে
Adverb বলে।
( An adverb is a word which modifies all parts of speech except noun and
pronoun ) যেমন:
- Rani walks slowly.
- Your story is quite true.
- A bird flew just over his head.
উপরের
বাক্যে
slowly, quite true, just ইত্যাদি adjective.
PREPOSITION
কাকে বলে? ( What is preposition?)
যে
সব
Word কোন
noun বা
pronoun এর
পূর্বে
বসে
sentence এর
অন্য
word এর
সাথে
সে
noun বা
pronoun এর
সম্পর্ক দেখিয়ে দেয়,
তাকে
preposition বলে।
( A preposition is a word uesed before a noun or a pronoun to show it s
relation with other words in a sentence. ) যেমন:-
- The book is on the table.
- The Cat is under the chair.
- Mina goes to school.
- He died of cholera.
- They live in Dahka.
উপরের
বাক্যগুলোতে on, under, to, of, in, এ শব্দগুলো noun pronoun এর পূর্বে
বসে
বাক্যের একটি
শব্দের
সাথে
অন্য
শব্দের
এর
সম্পর্ক সৃষ্টি
করেছে।
সুতরাং
এগুলো
prposition.
CONJUNCTION
কাকে বলে? (What is Conjunction?)
যে
word দুই
বা
ততোধিক
word বা
sentence কে
যুক্ত
করে,
তাকে
conjunction বা
সংযোজক
অব্যয়
বলে।
- Mina and Rina go to school.
- The man is poor but honest.
- Roma or Suma will come.
প্রথম
বাক্যে
and দুটি
শব্দকে,
দ্বিতীয় বাক্যে
but দুটি
Simple Sentence কে
এবং
তৃতীয়
বাক্যে
or দুটি
শব্দকে
সংযুক্ত করেছে।
এ
সংযোজনকারী শব্দগুলোকে Conjunction বা সংযোজন
অব্যয়।
INTERJECTION
কাকে বলে? ( What is interjection?)
যে
word দ্বার
মনের
আকস্মিক ভাব
বা
আবেগ
প্রকাশ
পায়,
তাকে
Interjection বা
আবেগসূচক অব্যয়
বলে।
Interjection কে
feeling expressing word ও
বলা
হয়.
( An Interjection is a word the expresses some sudden feeling or emotion. ) যেমন:-
- Alas! I am undone.- হায়! আমার সর্বনাশ হয়েছে।
- Hurrah! We have won the match.- কি আনন্দ আমরা খেলায় জিতেছি।
- Bravo! you have done well- সাবাস! তুমি ভালো করেছ।
- Oh! What a beautiful scene it is.- ওহ! কি সুন্দর দৃশ্য এটি।
- Hello! come here. ওহে! এখানে আস।
শব্দ কাকে বলে?
ReplyDelete