ADJECTIVE কাকে বলে? | adjective kake bole | ADJECTIVE কত প্রকার ও কি কি?

ADJECTIVE কাকে বলে?

ADJECTIVE কাকে বলে? | adjective kake bole |  ADJECTIVE কত প্রকার ও কি কি?


যে word দ্বার Noun বা Pronoun –এর দোষ,গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ ‍বুঝায়, তাকে Adjective বা বিশেষণ বলে।

( An Adjective is a word used to add something to the meaning of a noun) যেমন:-

Mina is a good girl.

He gave me five books.

Salam is a bad boy.

There is a little water.


আরো পড়ুনঃ Verb কাকে বলে? Verb কত প্রকার ও কি কি?

উপরের Sentence গুলোতে good, five, bad, little, এ word –গুলো দ্বারা যথাক্রমে বালিকার গুণ, বইয়ের সংখ্যা, বালকের দোষ এবং পানির পরিমাণ বুঝাচ্ছে। সুতরাং এগুলো Adjective.

adjective কত প্রকার ও কি কি?

Adjective প্রধানত চার প্রকার। যেমন-

1. Adjective of Quality- গুণবাচক বিশেষণ।

2. Adjective of Quantity- পরিমাণবাচক বিশেষণ।

3. Adjective of Number- সংখ্যাবাচক বিশেষণ।

4. Pronominal Adjective- সর্বনামবাচক বিশেষণ।

আরো পড়ুন: parts of speech কাকে বলে?

ADJECTIVE OF QUALITY কাকে বলে?

যে Adjective শুধুমাত্র Noun বা Pronoun এর দোষ গুণ এবং অবস্থা প্রকাশ করে, তাকে Adjective of Quality বা গুণবাচক বিশেষণ বলে।

( An Adjective which tells us of the merit , demerit of person or things or state about them is called Adjective of Quality. ) যেমন:-

1. Mukta is a beautiful girl.

2. Sohel is a good boy.

3. He is a wise man.

4. Kanon is a bad boy.

ADJECTIVE OF QUANTITY কাকে বলে?

যে Adjcective দ্বার কোন Noun এর পরিমাণ বুঝায়, তাকে Adjective of Quantity বা পরিমাণ বাচক বিশেষণ বলে।

( An Adjective of Quantity shows how much of  a thing is indicated.) যেমন:-

He has much money.

Give me some milk.

There is a little water.

He has enough strength.

ADJECTIVE OF NUMBER কাকে বলে?

যে Adjective দ্বারা Noun বা Pronoun-এর সংখ্যা বুঝায়, তাকে Adjective of Number বা সংখ্যাবাচক বিশেষণ বলে।

( An Adjective of Number shows the number of person or thing.) যেমন:-

He gave six books.

I have two pens.

Five boys are coming.

He sits in the third floor.

PRONOUN ADJECTIVE কাকে বলে?

যে Pronoun যখন কোন Noun এর পূর্বে বসে Adjective এর কাজ করে তখন তাকে Pronominal Adjective বলে।

(An Adjective formed from pronoun is called Pronominal Adjective.) যেমন:-

I like this book.

Each boy has a book.

He sells that watch.

My pen is beautiful.

এ ধরণের Adjective কেবল Noun এর পূর্বে বসে সে Noun কে Qualify করে। এ ধরণের Adjective আবার পাঁচ প্রকার। যেমন:-

(a) Demonstrative Adjective: যে Adjective কোন ব্যক্তি বা বস্তুকে বিশেষ ভাবে নির্দেশ করে তাকে Demonstrative Adjective বলে। যেমন:-

This boy is stronger than that boy.

(b) Distributive Adjective: যে Adjective একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে নির্দেশ করে তাকে Distributive Adjective বলে। যেমন:-

Each boy got a pen.

Everybody should do his duty.

(c) Interrogative Adjective: কতগুলো প্রশ্নসূচক শব্দ ( Wh-words) Noun এর পূর্বে বসে Adjective এর মত অর্থ প্রকাশ করলে তাকে Interrogative Adjective বলে। যেমন:-

Whose book is taht?

Which girl is your sister?

(d) Possessive Adjective: My, Our, his, her, their, your প্রভৃতি Pronoun যখন Noun এর পূর্বে বসে Adjective –এর কার্য সম্পন্ন করে তখন তাকে Possessive Adjective বলে। যেমন:-

This is my pen.

That is your house.

(e) Relative Adjective: Which, that, what, when, প্রভৃতি Pronoun যখন Adjective রূপে ব্যবহৃত হয়ে ‍দুটি Sentence- কে যুক্ত করে তখন তাকে Relative Adjective বলে। যেমন:-

I lost the pen that I bought yesterday.

Adjective নির্ণয়ের উপায়:

Sentence এর Subject-কে কেমন, কয়টি, কি পরেমাণ, এই তিনটি প্রশ্নের মাধ্যমে sentence থেকে Adjective নির্ণয় করা যায়। যেমন:-

Milk is white.

এখানে যদি প্রশ্ন করা হয়, দুধ কেমন? তাহলে উত্তরে পাওয়া যাবে White অর্থাৎ সাদা। সুতরাং ‘White’ Adjective.

SOME TYPES OF ADJECTIVE

1. Colour Adjectives

The sky is blue.

Trees are green.

Blood is red.

Milk is white.

Other colour adjectives include gray, pink, pale, maroon, brown, etc.

2. Shape adjectives

My dining table is oval.

This room is rectangular.

Our classroom is square.

My office table is semi-circular.

3. Size adjectives

Kamal is tall.

Mina is short.

The drawing room is big.

The dining room is small.

4. Adjective of physical condition

He is strong.

She is frail.

My Mother is ill.

My grandmother is weak.

5. Adjective of mental condition

She is happy.

He is unhappy.

She is depressed.

He is frustrated.

6. Adjectives of quality

Pudding is delicious

Your dress is gorgeous.

The vase is beautiful.

The food was excellent.

Some more colour adjectives


Here is a list of qualitative adjectives



Post a Comment (0)
Previous Post Next Post